মিরপুর প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন।

এম আর স্বাধীন

দোয়া ও মিলাদ এর মধ্য দিয়ে আজ সন্ধ্যায়
বাসা- ১৫২/১৬, রোড-৯/৩, ব্লক-বি, সেকশন-১২, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬
মিরপুর প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের, সেক্রেটারি শফিকুর রহমান পলাশ ও সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির সহ সাংবাদিকবৃন্দ।

মিরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল কাদের উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্য করে বলেন আমার সাথে থাকলে মিরপুর প্রেসক্লাবকে আরো এগিয়ে নিতে আমি আমার সাধ্যমত চেষ্টা করব।

মিরপুর প্রেসক্লাবের সেক্রেটারি শফিকুর রহমান পলাশ বলেন উপস্থিত সকল সংবাদকর্মীর একাত্মতার সাথে আমিও একাত্মতা ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করছি।

উক্ত অনুষ্ঠানের বক্তব্যে দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমিরুজ্জামান আমির বলেন একতাই শক্তি তাই সকল সংবাদকর্মীদের একতাবদ্ধ হয়ে এই সংগঠনটি সামনের দিকে এগিয়ে নিতে হবে, এই প্রেসক্লাবের যেকোনো সদস্যর বিপদে সকল সংবাদকর্মীকে একতাবদ্ধভাবে এগিয়ে আসতে হবে, এই মিরপুর প্রেসক্লাবের কর্মকাণ্ডে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমিরুজ্জামান আমিন