মোঃ মনির হোসেন, বাহরাইন প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ উপলক্ষে রবিবার স্থানীয় সময় সকাল ৯ টায় বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাসে পতাকা উত্তোলন এবং জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকীতে শ্রদ্ধা নিবেদন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম, এই সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম ও দূতাবাসের লেবার কাউন্সিলর(শ্রম সচিব) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম

৭ই মার্চ উপলক্ষে রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, যতদিন এই বাংলাদেশ আছে ততদিন বঙ্গবন্ধু দলমত নির্বিশেষে সবার মাঝে বেঁচে থাকবেন, স্বাধীনতার এই লাল সবুজের পতাকা তারই দেওয়া, তিনি বলেন বঙ্গবন্ধু একটি দুর্নীতি মুক্ত শোষণ মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছেন, ৭ মার্চে বঙ্গবন্ধুর সেই অগ্নিঝরা ভাষণ পুরো বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধে অনুপ্রাণিত করেছিলো, এই ভাষণ ছিলো স্বাধীনতার অমর কবিতা, অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।