নিজেদের দ্বিতীয় প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে বড় হার দেখলো রিয়াল মাদ্রিদ। দিয়াগো কস্তার চার গোলের সুবাদে রিয়ালকে ৭-৩ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
শুক্রবার রাতে এ খেলা অনুষ্ঠিত হয়।এডেন হ্যাজার্ড, লুকা জোভিচকে নিয়ে সেরা একাদশই মাঠে নামিয়েছিলেন জিনেদিন জিদান। কিন্তু ম্যাচের প্রথম মিনিটেই দিয়াগো কস্তার গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো। এরপর ৮ মিনিটে জোয়া ফেলিক্স আর ১৯ মিনিটে গোল করেন আর্জেন্টাইন অ্যাঞ্জেল মার্টিন।
বিরতির আগে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি ৫-০ গোলের লিড নেয় অ্যাথলেটিকো। দ্বিতীয়ার্ধে নেমে নিজের চতুর্থ গোল তুলে নেন কস্তা।
এরপর অবশ্য ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। ৫৯ মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোল করেন নাচো। এরপর ৮৫ মিনিটে করিম বেনজেমা আর ৮৯ মিনিটে জাবি ফার্নান্দেজ গোল করলে ব্যবধান কিছুটা কমে।
এর আগে ৭০ মিনিটে অ্যাটলেটিকোর ভিতোলা গোল করলে ৭-৩ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে দিয়াগো সিমিওনের দল।