আজ ২০ই মার্চ ২০২১ থেকে কাতারে পূর্ব ঘোষিত নতুন বেতন আইন কার্যকর করা হয়েছে।

সানাউল্লাহ দোহা(কাতার)প্রতিনিধি।

সর্বনিম্ন বেতন কাঠামো নিম্নরূপ সর্বসাকুল্যে নূন্যতম বেতন: ১৮০০ রিয়াল (বেসিক ১০০০ রিয়াল, বাসস্থান ৫০০ রিয়াল, খাওয়া ৩০০ রিয়াল। অর্থ্যাৎ, কোম্পানি যদি থাকা খাওয়া না দেয় তাহলে সর্বনিম্ন বেতন দিতে হবে ১৮০০ রিয়াল, থাকার ব্যবস্থা কোম্পানি দিলে সর্বনিম্ন বেতন দিতে হবে ১৩০০ রিয়াল, থাকা খাওয়া সব কোম্পানি দিলে সর্বনিম্ন বেতন দিতে হবে ১০০০ রিয়াল। কোনো কোম্পানি এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে কাতার লেবার কোর্টে মামলা করতে পারবে শ্রমিক।