অ্যাওয়ে গোলের সুবিধা থাকায় ১-০ তে জিততে পারলেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যেতে পারত বরুসিয়া ডর্টমুন্ড। জার্মানির ক্লাবটি নিজেদের মাঠে শুরুতে এগিয়ে গিয়ে সেই সম্ভবনা জাগালোও। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ডর্টমুন্ডকে আরেকবার হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।
বুধবার (১৪ এপ্রিল) রাতে ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে সিটিজেনরা। প্রথম পর্বেও একই ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।
পেপ গার্দিওলার কোচিংয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরার প্রতিযোগিতাটির সেমি-ফাইনালে উঠল সিটি। গত তিন আসরে তারা বিদায় নিয়েছিল শেষ আট থেকে। সেমিফাইনালে নেইমার-কিলিয়ান এমবাপ্পের পিএসজির মুখোমুখি হতে হবে ম্যানসিটিকে।
নিজেদের মাঠে ম্যাচের ১৫ মিনিটে এগিয়ে যায় ডর্টমুন্ড। আর্লিং হলান্ডের শট একজনের গায়ে লেগে ফিরে এলে বল পেয়ে যায় জুড বেলিংহ্যাম। ডান পায়ের জোড়ালে শটে ডর্টমুন্ডকে ১-০ তে এগিয়ে নেন বেলিংহ্যাম। ২৬ মিনিটে কেভিন ডি ব্রুইনার শট ক্রসবারে লেগে ফিরে এলে সমতায় ফেরা হয়নি সিটির। পাঁচ মিনিট পর রিয়াদ মাহরেজের শট গোললাইন থেকে ফেরান বেলিংহ্যাম।
১-০ তে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া সিটি সমতায় ফিরেছে দ্বিতীয়ার্ধের শুরুতেই। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে সমতায় ফেরান রিয়াদ মাহরেজ। ৭৮ মিনিটে জয়সূচক গোলটা করেন ফিল ফোডেন। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার শট পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়িয়ে যায়। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে সেমি নিশ্চিত হওয়ার আনন্দে মাঠ ছেড়েছে সিটি।
দিনের অন্য ম্যাচে লিভারপুলের মাঠে গোলশূন্য ড্র করে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ৩-১ গোলে জেতায় সেমি-ফাইনালে ওঠে জিনেদিন জিদানের দল। শেষ চারে তাদের প্রতিপক্ষ চেলসি।