ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলীর পর এবার হৃদযন্ত্রে স্টেন্ট বসাতে হলো শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনেরও। তবে মুরলির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। সোমবারই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে৷
বর্তমানে মুরলি আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের কোচিং স্টাফের অংশ হিসেবে ভারতে অবস্থান করছেন। শনিবার চেন্নাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ৷ এই ম্যাচেও হারে ডেভিড ওয়ার্নারের দল ৷ টানা তিন ম্যাচ হেরে ২০২১ আইপিএল শুরু করল ২০১৬ চ্যাম্পিয়নরা ৷ এদিনই ৪৯তম জন্মদিন পালন করেন মুরলি৷ রোববার অস্বস্তি অনুভব করায় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ উইকেটশিকারিকে৷
চিকিৎসকরা সৌরভের মতোই মুরলিধরনের হৃদযন্ত্রে ব্লক সরাতে আঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেয়৷ দেরি না-করে রোববারই কিংবদন্তি এই ক্রিকেটারের হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়৷
সানরাইজার্স হায়দরাবাদের সিইও এক বিবৃতি দিয়ে জানান, ‘আইপিএলের জন্য ভারতে আসার আগেই শ্রীলঙ্কায় তার হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়েছিল৷ সেখানে চিকৎসকদের পরামর্শ নিয়েছিলেন তিনি৷ সে সময় তার অ্যাঞ্জিওপ্লাস্টি করার প্রয়োজন হয়নি। কিন্তু এদিন (রোববার) আবার অসুস্থবোধ করায় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিৎসকরা দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন৷ এখনও সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি৷ কয়েক দিনের মধ্যেই তিনি মাঠে ফিরতে পারবেন৷’