বাহরাইন থেকে, মোঃ মনির হোসেন।

আন্তর্জাতিক শ্রমদিবস উপলক্ষ্যে বাংলাদেশ সোসাইটি আয়োজন করে একটি “বন্ধুত্বের নিদর্শন” করোনা মহামারী থেকে অভিবাসী শ্রমিকদের একত্রে রক্ষা করতে- বাহরাইনে অবস্থানরত, বাংলাদেশ, নেপাল, ভারত, শ্রীলংকা, পাকিস্তান সহ আরো দুটি দেশের,বাহরাইন সরকার কর্তৃক নিবন্ধিত সামাজিক সংগঠন ও দাতা সংস্থাদের সাথে নিয়ে যৌথভাবে “বাংলাদেশ সোসাইটি বাহরাইন ” আন্তর্জাতিক শ্রমদিবস উদযাপন করেছে এবারের স্লোগান ছিল “Protect Workers! Let’s Stop COVID-19 together”

“বাংলাদেশ সোসাইটি -বাংলাদেশী কমিউনিটি সহ , সকল কমিউনিটির জন্য একটি আদর্শ সংগঠন” হিসেবে সুনাম ও সম্মানের সাথে বিদেশের মাটিতে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিকদের মাঝে ফ্রেশ ফুড বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির অন্যান্য স্পন্সর , শাখা, ওকেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।