করোনাভাইরাসের বিস্তাররোধে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশের নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্য তিন দেশ হচ্ছে পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা।

সোমবার (১০ মে) দেশটির ন্যাশনাল ইমারজেন্সি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা দেয়। বুধবার (১২ মে) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এই নিষেধাজ্ঞার আওতায় স্থগিতাদেশ প্রাপ্ত দেশগুলো থেকে ট্রানজিট ফ্লাইট বন্ধ থাকবে। তবে চালু থাকবে কার্গো। পরবর্তী ঘোষণা দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। 

নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন আমিরাতের নাগরিক, কূটনীতিক মিশনের সদস্য, সরকারি প্রতিনিধি, বিজনেস প্লেন, গোল্ডেন রেসিডেন্স হোল্ডাররা। তবে এসব যাত্রীদের ফ্লাইটের ৪৮ ঘণ্টার মধ্যে পিসিআর পরীক্ষা করে করোনা নেগেটিভ সনদ সাথে থাকতে হবে।