বিলুপ্ত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১০ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে হেফাজত নেতা মামুনুল হকের ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তারা। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামুনুলকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দেন।

গত ৪ মে মামুনুল হকের বিরুদ্ধে নাশকতার অভিযোগের পৃথক দুই মামলায় ৫ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। গত ২৫ ও ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের বিরোধিতার নামে সহিংসতা ও নাশকতার অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করেন পুলিশ।

গত ২৬ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুল হকের পল্টন থানা ও মতিঝিল থানার মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৯ এপ্রিল তাকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত।

গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।