সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং তার মুক্তির দাবিতে মানববন্ধন

0
28

আমিনুল ইসলাম রিপন

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কক্ষে পাঁচ ঘন্টা আটকিয়ে রেখে অমানবিক নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে হেনেস্তার প্রতিবাদে মিরপুর প্রেসক্লাবের উদ্দ্যোগে মিরপুরে ১নং গ্রামীণ মার্কেট এর সামনে ও ২নং ন্যাশনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে মানব বন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি ম.চঞ্চল মাহমুদ, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন, সিনিয়ার সহ-সভাপতি এমএন জামান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক এম আর মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ রিয়াজ খান ও অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতি ম.চঞ্চল মাহমুদ বলেন, সংবাদকর্মীদের হামলা, মামলা দিয়ে সাংবাদিকের কলম থামিয়ে দেয়া যাবেনা। আমরা সাদাকে সাদা বলবো কলোকে কালো বলবো। জননেত্রী শেখ হাসিনা ঐকান্তিক প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের পথে। এই সময় কোন কোন আমলাদের সড়যন্ত্রের কারণে সরকারের ভাবমূর্তি ম্লান হতে দেওয়া যাবেনা। আমি রোজিনা ইসলামের মুক্তি ও এই ঘটনার সাথে জড়িতদের সরকার বাহাদুরের কাছে তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন বলেন রাষ্ট্রের উন্নয়নের সুফল কিছু আমলাদের অসহযোগীতার কারণে বর্তমানে আমলা ও সাংবাদিক সমাজ আজ মুখোমুখী।

তাই আমি আশা করবো বর্তমান সরকার তার বিচক্ষণ দৃঢ় দক্ষতার মাধ্যমে সাংবাদিক রোজিনা ইসলামকে এই সাজানো মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও তাকে হেনেস্তার সাথে জড়িতদের তদন্তের মাধ্যমে বিচার করবে বলে আমি বিশ্বাস করি। কারণ, বর্তমান সরকার মহামারি করোনাকালীন সময়েও সাংবাদিকদের আর্থিক সহযোগীতা ও সহমর্মিতার দায়িত্ব পালন করে সাংবাদিকদের পাশে ছিলো। সিনিয়র সহ-সভাপতি এম এন জামান কামাল বলেন এক জ্যেষ্ঠ সাংবাদিককে চোরের মতন হেনস্তা করার জঘন্য এই কর্মকান্ডকে নিন্দা জানাই এবং তার আশু-মুক্তি কামনা করি।

যুগ্ম সম্পাদক এম আর মামুন বলেন সরকারের দীর্ঘ দিনের সুনাম ম্লান করার জন্য কতিপয় আমলারা সড়যন্ত্রে লিপ্ত। এবিষয়ে মামনীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি রাখবেন সাংবাদিকদের প্রিয় বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। সিনিয়র সাংবাদিক মুহাম্মদ রিয়াজ খান বলেন, সাংবাদিক দেশ ও জাতির অপরিহার্য্য অঙ্গ হিসেবে তারা লিখুনির মাধ্যমে জাতিকে পথ দেখায় এবং দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকে।

সচিবালয়ের পেশাগত দায়িত্ব পালনকালে তাকে অপদস্ত ও গ্রেফতার করে কারাগারে নিয়ে যায়। তখন এর নিন্দা জানানোর ভাষাও হারিয়ে ফেলি। এসময় আরও উপস্থিত ছিলেন মেহেদী হাসান সবুজ, এস এম নিপুর, নজরুল ইসলাম টুটুল, এস এম আর শহীদ, মিরাজ ভূঁইয়া, আতিয়ার রহমান, মোঃ কায়ুম ও মোঃ কামাল ও সাংবাদিককর্মীসহ প্রমুখ নেতৃবৃন্দ।