ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি:-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসাবে শিশু খাদ্য ও গো খাদ্য বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার (৭-জুন) সকাল ১১: ০০ ঘটিকায় উপজেলা ক্রিয়া মঞ্চে বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ বিতরণ কর্মসূচিতে ৫০-টি পরিবারকে শিশু খাদ্য ( দুধ, চিনি, তৈল, খেজুর, সুজি, বিস্কুট,সেমাই, পোলার চাউল) বিতরণ করেন এবং ৩০-জন পরিবার কে ৪০-কেজি করে গো খাদ্য বিতরন করেন। এর মধ্যে ছিলো
গোখাদ্য ভুসি ১০,খোইল ১০,চালের গুড়া ১০
কেটল ফিট ১।
উক্ত বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
জনাব শরিফুল ইসলাম – নির্বাহী কর্মকর্তা , বাঘাইছড়ি উপজেলা। মো জাফর আলী খান – পৌরমেয়র , বাঘাইছড়ি উপজেলা। মোঃ আব্দুল কাইয়ুম – ভাইস চেয়ারম্যান,বাঘাইছড়ি উপজেলা। মোঃ দেলোয়ার হোসেন – প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঘাইছড়ি উপজেলা। মোঃ গিয়াসউদ্দিন আল মামুন – সাধারন সম্পাদক