দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও বেকায়দায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩২২ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ৮২ রানে ৪ উইকেট হারিয়ে তারা ধুঁকছে। দ্বিতীয় দিন শেষে তারা এখনও পিছিয়ে ১৪৩ রানে। ফলে ইনিংসে হারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দক্ষিণ আফ্রিকার স্কোর তিনশ পার করাতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন কুইন্টন ডি’কক। উল্টোদিকে একের পর এক ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফেরার মিছিলে নামলেও শেষ পর্যন্ত তিনি ১৪১ রানে অপরাজিত থাকেন। ১৭০ বলের ইনিংসে হাঁকিয়েছেন ১২টি চার এবং ৭টি ছক্কা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭৫ রানে ৪ উইকেট নিয়েছেন জেসন হোল্ডার।
জবাবে দ্বিতীয় ইনিংসেও প্রোটিয়া বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ের জবাব খুঁজে পায়নি ক্যারিবিয়ানরা। অধিনায়ক ক্রেগ ব্রাফেট (৭), শাই হোপ (১২) কেউ দাঁড়াতে পারেননি। দ্বিতীয় দিনের শেষে উইকেটে আছেন রোস্টন চেজ (২১*) এবং জারমেইন ব্ল্যাকউড (১০*)। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন অনরিখ নর্টিয়ে এবং কাগিসো রাবাদা।