রাজধানীর শ্যামপুর থানায় করা শ্রীলংকান নাগরিক সুহারা উম্মা হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

আজ ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। 
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, চাঁদপুরের মতলব থানার মৃত কফিল উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন সরকার ও রংপুরের কাউনিয়া থানার গদাধর এলাকার বাসিন্দা মো. আবু জাহের খান। এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী বেলায়েত হোসেন ঢালী সাংবাদিকদের জানান, রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিল। এ কারণে তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া মামলার আরেক আসামি আবুল হোসেনকে খালাস দিয়েছেন বিচারক। 

মামলা সূত্রে জানাগেছে, আসামিরা ২০০৪ সালে ২৭ জানুয়ারি রাতে কুয়েত প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী শ্রীলংকান নাগরিক সুহারা উম্মাকে খুন করে। এ ঘটনায় নিহতের দেবর বাদী হয়ে পরের দিন মামলা করে।