স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত। চতুর্থ দিনে ইংল্যান্ডের দেওয়া ২০৯ রানের টার্গেটে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে ৫২ রান তুলেছে বিরাট কোহলির দল। শেষদিনে তাই ভারতের জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ১৫৭ রান, হাতে ৯ উইকেট।
২৬ রান করে লোকেশ রাহুল সাজঘরে ফিরলেও অপরাজিত আছেন রোহিত শর্মা (১২) ও চেতেশ্বর পূজারা (১২)। এর আগে কোনো উইকেট না হারিয়ে ২৫ রান করে তৃতীয় দিন শেষ করা ইংল্যান্ড শনিবার চতুর্থ দিনে ব্যাট করতে নামে। ইংলিশ অধিনায়ক জো রুট ক্যারিয়ারের ২২তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন।
রুটের ১০৯ রানের ইনিংসের সুবাদে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড সংগ্রহ করে ৩০৩ রান। ফলে ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২০৯ রান। রুট ছাড়াও ইংলিশদের পক্ষে ব্যাট হাতে স্যাম কারান ৩২, জনি বেয়ারস্টে ৩০ ও ডম সিবলি ২৮ রান করেন।
টেস্ট ক্যারিয়ারে সপ্তমবারের মতো এক ইনিংসে ৫ উইকেট শিকার করেন ভারতের জসপ্রিত বুমরাহ। ২টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। ১টি উইকেট নেন মোহাম্মদ শামি।