মুহাম্মদ নাজমুল ইসলাম

কুমিল্লার গোমতী নদীতে জলদস্যুরা ডাকাতি করার সময় পুলিশের এক বিশেষ অভিযানে গ্রেপ্তার তিনজন।

কুমিল্লা জেলার বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার, জনাব ফারুক আহমেদ পিপিএম(বার)কুমিল্লা মহোদয় যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতার অংশ হিসেবে পুলিশ সুপার,কুমিল্লা, মহোদয়ের সার্বিক নির্দেশনায়
সহকারী পুলিশ সুপার, দাউদকান্দি সার্কেলের নেতৃত্বে আইসি গৌরিপুর তদন্ত কেন্দ্র ও সঙ্গীয় ফোর্সসহ গোমতী নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করে।

এই অভিযানে নদীতে জলদস্যুরা ডাকাতি করার সময়
১টি তলোয়ার, ১টি ড্রেগার, ৩টি রামদা, ১টি সুইচ গিয়ার ও ডাকাতি করার জন্য ব্যবহৃত দ্রুতগামী নৌকা উদ্ধারসহ ০৩ জন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

ডাকাতি করার সময় গ্রেপ্তারকৃতরা হলেন, ব্যবহৃত দ্রুতগামী নৌকা চালকসহ জলদস্যু ডাকাত ১। মোঃ বাহার উদ্দিন (৩৫) ২। মোসলেম উদ্দিন (৩৬)। এদেরকে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

এ ধরনের জলদস্যু ডাকাত বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।