রুহুল আমিন ফকির এর নিজ উদ্যাগে নারায়নগন্জের বিভিন্ন এলাকায় বিনা মূল্যে মাস্ক বিতরন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যুৎ বিতরন সংস্থা এনওসিএস শীতলক্ষ্যা ডিপিডিসির উদ্যাগে নারায়নগন্জের বিভিন্ন এলাকায় অসহায় হতদরিদ্র কর্মহীন জনসাধারনের মাঝে বিনা মূল্যে ২২ শত ও অধিক মাস্ক বিতরন করেন রুহুল আমিন ফকির,নির্বাহী প্রকোশলী এনওসিএস(শীতলক্ষ্যা)

উক্ত মাস্ক বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন,তত্তাবধায়ক প্রকৌশলী এনওসিএস সার্কেল ফতুল্লা,মোঃ মোর্শেদ,নির্বীহী প্রকোশলী এনওসিএস,মোঃ আব্দুল হাই/শামসুর রহমান সহকারী প্রকোশলী,মোঃ কামরুজ্জামান,মোঃ মাহমুব আলম মোল্লা,উপসহকারী প্রকোশলী,নারায়নগন্জ এনওসিএস এর অনেক কর্মকতা কর্মচারীবৃন্দ।