টঙ্গী গাজীপুর বিআরটি’র ভাঙ্গাচোরা মহাসড়কে যাত্রী দুর্ভোগ চরম। এতে আবারও তীব্র যানজটের কবলে পড়েছে বিআরটির টঙ্গী গাজীপুরের এ মহাসড়কটি। ভাঙ্গাচোরা খানাখন্দের রাস্তা এখনও পুরোপুরি মেরামত না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

গত দু’দিনের মতো আজ বৃহস্পতিবারও সকাল থেকে এ সড়কটিতে গাড়িঘোড়া ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। গাড়ি গুলোর গতিবেগ ছিল ঘন্টায় মাত্র ২ থেকে ৩ কিলোমিটার পর্যন্ত। যা হেঁটেও এর চাইতে বেশী দূর যাওয়া যায়। যানজটের তীব্রতা সব চাইতে বেশী ঢাকা মূখী যানবাহনগুলোতে। গাজীপুর মুখী যানবাহনের গতি ঘন্টায় ৩ থেকে ৪ কিলোমিটারের মধ্যে। সবচাইতে ভয়াবহ যানজট লেগেছে টঙ্গী ব্রীজ থেকে ৩ কিলোমিটার টঙ্গী কলেজগেট পর্যন্ত।

সকাল থেকে দিনব্যাপী বিআরটির এই রাস্তায় তীব্র যানজটের কবলে পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন শত শত যানবাহনের হাজার হাজার যাত্রী। গত এক সপ্তাহ ধরে অনেকে দুপুরের দিকে অফিস আদালতে পৌছাচ্ছেন। টঙ্গী বাজার থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটারের রাস্তাটি বিআরটির রাস্তার নির্মাণ কাজে ভেঙ্গেচুরে একাকার হয়ে যায় বহু আগে।

সড়কে কাজ শুরুর পর থোকে এ অবস্থা চলছে। গত ৪ বছর ধরে চলা এ ভোগান্তি চলছে দিনের পর দিন।