দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ২৪ জনের মৃত্যু ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায়, যা গত ১১৯ দিনের মধ্যে সর্বনিম্ন।
এর আগে গত ২৭ মে করোনায় মৃত্যু ছিল ২২ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে আরো এক হাজার ১৪৪ জন ও সুস্থ হয়েছে এক হাজার ৬৫৩ জন।
সব মিলিয়ে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জন। এর মধ্যে মারা গেছে ২৭ হাজার ৩৩৭ জন ও সুস্থ হয়েছে ১৫ লাখ সাত হাজার ৭৮৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৪.৬১ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ওই তথ্য অনুসারে ২৪ ঘণ্টায় মৃত ২৪ জনের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ১৪ জন। বয়সের হিসাবে মৃতদের মধ্যে ২১-৩০ বছরের দুজন, ৩১-৪০ বছরের দুজন, ৪১-৫০ বছরের দুজন, ৫১-৬০ বছরের সাতজন, ৬১-৭০ বছরের সাতজন ও ৭১-৮০ বছরের চারজন।
এদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রামের ছয়জন, খুলনার তিনজন, সিলেটের তিনজন ও রংপুরের একজন রয়েছে।