চুনারুঘাটে বাল্লা সীমান্তবর্তী এলাকায় স্থলবন্দরের কাজ শুরু।

মোঃ আঃ হান্নান, ক্রাইম রিপোর্টার সিলেট

চুনারুঘাটের দক্ষিণাঞ্চলের জনসাধারণের প্রানের দাবি ছিল বাল্লা স্থলবন্দরের। ২০১৬ ইং সালে বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাহ জাহান খান বাল্লা সীমান্তবর্তী এলাকায় ১ নং গাজীপুর ইউনিয়নের কাটানীপার গ্রামে ( মৌজায়) সরেজমিন পরিদর্শন করে বাংলাদেশের ২৩ তম স্থলবন্দর ঘোষণা করেন।

এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের কাটানীপার (মৌজার) মোঃ আতাউর রহমান খানের ১০০ একশ শতক ( এক একর) জমি অধিক গ্রহনের মাধ্যমে উক্ত জমিতে আবাসিক প্রকল্পের জন্য নির্ধারণ করা হয়। ২৮/০৮/২০২১ ইং হতে স্থলবন্দরের আবাসিক প্রকল্পের বাউন্ডারির কাজ শুরু করা হয়।

এতে প্রায় সময়ই উপস্থিত থাকেন ইন্জিনিয়ার মোঃ রুহুল আমিন, সহকারী প্রকল্প স্থলবন্দর কতৃপক্ষ ও ইন্জিনিয়ার মেহেদী হাসান, উপসহকারী প্রকৌশলী বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষ উপস্থিত থেকে নিয়মিত তদারকি করে যাচ্ছেন।

স্থলবন্দর পেয়ে এলাকাবাসী খুশিতে আত্মহারা এ স্থলবন্দরে সরকারের কোটি কোটি টাকা আয় হবে বলে ও জানান সচেতন মহল। স্থলবন্দর আমাদানি রপ্তানি কারক কল্যাণ সমিতির সভাপতি মোঃ জালাল আহমেদ খান সর্বদাই ঐ স্থলবন্দর নির্মাণে সহযোগিতা করে যাচ্ছেন।