পদ্মায় ৫৫ যাত্রী নিয়ে ট্র্রলারডুবি, ৩ লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে পদ্মা নদীতে ট্রলারডুবিতে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। শিবগঞ্জ থানার ওসি মো. ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃতদের তথ্য মতে, নৌকায় ৫০ জনের মতো যাত্রী ছিল।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী লিলিমন বেগম (৬২) ও তার নাতি সিয়ামের (৮) পরিচয় মিলেছে। আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জের বোগলাউড়ি ঘাট থেকে একটি স্যালো নৌকা প্রায় ৫০-৫৫ জন যাত্রী ও অতিরিক্ত মালামাল নিয়ে পাঁকা ইউনিয়নের দশরশিয়া ঘাটের উদ্দেশে রওনা হয়। গন্তব্যস্থলের কাছাকাছি লক্ষ্মীপুর চরের সামনে এলাকায় এসে পৌঁছলে স্যালো নৌকাটি তীব্র বাতাসের কবলে পড়ে ডুবে যায়।