চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে পদ্মা নদীতে ট্রলারডুবিতে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। শিবগঞ্জ থানার ওসি মো. ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃতদের তথ্য মতে, নৌকায় ৫০ জনের মতো যাত্রী ছিল।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী লিলিমন বেগম (৬২) ও তার নাতি সিয়ামের (৮) পরিচয় মিলেছে। আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জের বোগলাউড়ি ঘাট থেকে একটি স্যালো নৌকা প্রায় ৫০-৫৫ জন যাত্রী ও অতিরিক্ত মালামাল নিয়ে পাঁকা ইউনিয়নের দশরশিয়া ঘাটের উদ্দেশে রওনা হয়। গন্তব্যস্থলের কাছাকাছি লক্ষ্মীপুর চরের সামনে এলাকায় এসে পৌঁছলে স্যালো নৌকাটি তীব্র বাতাসের কবলে পড়ে ডুবে যায়।