স্পোর্টস ডেক্স

সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে প্রথমবারের মতো দলে সুযোগ দেওয়া হয়েছে দুই তরুণ ক্রিকেটারকে।

বিপিএলের পারফরম্যান্স বিচারে সুযোগ পাওয়া এই নতুন মুখ হচ্ছে- উইকেটকিপার জাকের আলী ও লেগস্পিনার রিশাদ হাসান।

বুধবার ঘোষিত ১৪ সদস্যের এ দল ঘোষণা করা হয়েছে। এদিকে টি-টোয়েন্টি সিরিজে দলে নেই আফিফ হোসেন। ওয়ানডের পর টি-টোয়েন্টি থেকেও বাদ পড়লেন তিনি। সোহান বাদ পড়ায় সুযোগ হয়েছে জাকেরের। ইংল্যান্ড সিরিজে এক ম্যাচ খেলে বাদ পড়েছেন স্পিনার তানভীর ইসলাম।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী।

উল্লেখ্য, আগামী ২৭, ২৯ ও ৩১ মার্চ সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি হবে চট্টগ্রামে।