মালিবাগে বাসে ট্রেনের ধাক্কা, রেল যোগাযোগ বন্ধ

 

রাজধানীর মালিবাগ রেলগেটে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের ট্রেনের সঙ্গে সোহাগ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়েছে। দুমড়ে মুচড়ে গেছে যাত্রীশূন্য বাসটি। তবে চালক ও হেলপার অক্ষত আছে ।

বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

হাতিরঝিল থানার ওসি আবদুর রশীদ গণমাধ্যমকে জানান, সোহাগ পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাসকে ধাক্কা দিয়ে রেললাইনে অনেক দূর নিয়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন, এমন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের বিভিন্ন ইউনিটের টিম গেছে।

এদিকে ট্রেন আসার সময় লেভেলে ক্রসিংয়ে কীভাবে বাসটি উঠে এল, সে বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে মেলেনি।