তিন দিনের ছুটি শেষে রোজার প্রথম অফিসের দিনেই যানজটের ভোগান্তিতে পড়েছে নগরবাসী। সোমবার (২৭ মার্চ) সকাল থেকে রাজধানীর প্রায় প্রতিটি সড়কেই অতিরিক্ত গাড়ির চাপ।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন গাজীপুর থেকে বিমানবন্দর হয়ে মহাখালী সড়কের যাত্রীরা। এ ছাড়া বাড্ডা, রামপুরা, কাকরাইল, যাত্রাবাড়ি, ফার্মগেইট, গুলিস্তান, মিরপুর রোডসহ বিভিন্ন এলাকার ইন্টার সেকশনগুলোতে দীর্ঘক্ষণ থেমে থাকে গাড়ি।
যাত্রীরা জানান, তিন দিনের টানা ছুটি কাটিয়ে অনেকে ঢাকার বাইরে থেকে কর্মস্থলে যোগ দিতে এসেছেন, তারা বেশি সমস্যায় পড়েছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে গাড়ির চাপ কমতে থাকে।
সোমবার থেকে কার্যকর হচ্ছে রমজান উপলক্ষে সরকারি অফিসের নতুন সময়সূচী। সকাল ৯টা থেকে শুরু হয়ে অফিস চলবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।