সরকার পদত্যাগের ঘোষণা দিয়ে রাজনৈতিক সংলাপের আহ্বান জানালে, তাতে বিএনপি সাড়া দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৮ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, এবার আর সরকারের পাতানো ফাঁদে বিএনপি পা দেবে না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুক্রবার সংসদে গণতন্ত্রের স্বার্থে রাষ্ট্রপতি সংলাপের যে ইঙ্গিত দিয়েছেন তা বাস্তবায়ন করতে ইতিবাচক থাকতে হবে সরকারকে, কিন্ত সরকার নিজেই গণতন্ত্র ধ্বংস করে ক্ষমতা ধরে রেখেছে।
তিনি বলেন, গত দুই সংসদ নির্বাচনে প্রমাণ হয়েছে দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই পদত্যাগের ঘোষণা দিয়ে নির্বাচন নিয়ে সংলাপের আহ্বান জানালে সাড়া দেবে বিএনপি।
তিনি আরও বলেন, সরকার যদি চায় সংঘাত এড়িয়ে সামনের দিকে যাবে, তাহলে এটা পুরোটাই সরকারের ওপর নির্ভর করে। প্রথমে বিরোধীদলের দাবিগুলো তাদের পূরণ করতে হবে। অর্থাৎ, পদত্যাগ করে আলোচনায় বসতে হবে।
মির্জা ফখরুল বলেন, দাবি আদায়ে বিএনপির যে চলমান আন্দোলন তা সামনে আরও বেগবান হবে।