প্রতিনিধি শরিফুল ইসলাম বাদশাহ:
পর পর চারটি বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানীর কাকরাইলে এস এ পরিহনের প্রধান কার্যালয়। আগুনে পুড়ে গেছে হাজার হাজার পার্সেল। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও গোডাউনের বেশিরভাগ মালামাল পুড়ে গেছে।
রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
সোমবার (৯ অক্টোবর) কাকরাইল এস এ পরিবহনের গোডাইন ৪ তলা ভবনে আগুন লাগে। সকাল ১০টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সাথে সাথে মতিঝিল ও পল্টন এলাকার ক্যাম্প থেকে সাধারণ আনসার সদস্যরা সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসকে সহায়তা প্রদান, উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এক প্লাটুন সাধারণ আনসার সদস্য দায়িত্ব পালন করেন।