উচ্চকন্ঠ: এম আর স্বাধীন

গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে রাজধানীর কেরানীগঞ্জের শরিফ ফুড কোর্ট এন্ড ড্রিমপার্কে ১৭ জানুয়ারি শুক্রবার বনভোজনের আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিত্য রঞ্জন ঘোষাল, মিলন মেলায় সাবেক গুণী শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম, বিশিষ্ট আবহাওয়াবিদ জনাব ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, গারুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম জুলফিকার হায়দার, মোল্লা ট্রাভেলস এর স্বত্বাধিকারী মোঃ সোহেল রানা, সাজ্জাদ তালুকদার, গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক চরমোনাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, সংসদ সচিবালয় কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান বিশ্বাস, সংগঠনের সহ-সভাপতি আবুল হোসেন সিকদার, মিজানুর রহমান জুয়েল, এইচ এম কেনান, সাংবাদিক মোঃ মিজানুর রহমান স্বাধীন, প্রভাষক আবুল বাশার হাওলাদার, নয়ন গাজী, সাইফুল ইসলাম,মিরাজ শিকদার, রফিকুল ইসলাম হাওলাদার।

অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিদের বক্তব্যে উঠে আসে গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও এলাকার উন্নয়ন সাধনের যথাযথ চেষ্টার বিষয়, অনুষ্ঠানে বক্তারা বলেন গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন দল তৈরি হয়েছে যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক, সাবেক প্রধান শিক্ষক নিত্য রঞ্জন ঘোষাল স্যারকে সমন্বয়ক করে তার অধীনে বিভিন্ন দলে বিভক্ত হওয়া প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করে একটি সুন্দর ও উপযুক্ত কমিটি গঠন করে আগামী দিনগুলো একত্রে পথ চলতে সর্বোচ্চ সহযোগিতা চেয়ে বক্তাদের পক্ষ থেকে সাবেক প্রধান শিক্ষক নিত্যরঞ্জন ঘোষাল স্যারকে অনুরোধ জানান।

বনভোজন অনুষ্ঠানে সর্বোচ্চ সহযোগিতাসহ র‍্যাফেল ড্রয়ের আয়োজন করেন মোল্লা ট্রাভেলস এর স্বত্বাধিকারী মোঃ সোহেল রানা এবং বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হাসান মনিরসহ অন্যান্য শিক্ষার্থীগণ, মোল্লা ট্রাভেলস এর পক্ষ থেকে বিভিন্ন পুরস্কারের পাশাপাশি প্রধান বিজয়ীকে পুরস্কার হিসেবে বিদেশ সফরের টিকিট প্রদানের মাধ্যমে বনভোজনের সমাপ্তি ঘোষনা করা হয়।