গ্রেস-১ নামের আলোচিত সেই তেলবাহী ট্যাংকার ‘অজ্ঞাত ক্রেতার’ কাছে বিক্রি করে দিয়েছে ইরান। মার্কিন প্রশাসন থেকে আটকের নির্দেশ দেওয়া ট্যাংকারটি এখন ভূমধ্যসাগরে আছে।
ইরান সরকারের এক মুখপাত্র তেহরানে এক সংবাদ সম্মেলনে তেলসহ জাহাজটি বিক্রি করে দেওয়ার কথা জানান। তিনি বলেন, ‘এখন জাহাজটির গন্তব্য কী হবে, তা তার ক্রেতাই ঠিক করবেন।’জাহাজটি ভূমধ্যসাগর থেকে এখন পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
প্রসঙ্গত, ব্রিটিশ মেরিন সেনাদের হাত থেকে ছাড়া পাওয়ার পর ট্যাংকারটির আগের নাম গ্রেস-১ বদলে আদ্রিয়ান দারিয়া-১ রাখা হয়। এতে ২ দশমিক ১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ায় তেল নিয়ে যাচ্ছে, এমন সন্দেহে জাহাজটিকে জব্দ করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের অনুরোধে গত ৪ জুলাই ব্রিটিশ মেরিন সেনারা ইরানি ট্যাংকারটি আটক করে। পরে সেটি জিব্রাল্টার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অবশেষে যুক্তরাষ্ট্র নিজেরাই পরোয়ানা জারি করে।