ফ্রান্সে এবারের গ্রীষ্মে তাপদাহে ১৫০০ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। রবিবার ফরাসি বেতার ইন্টার রেডিওতে এক বক্তৃতাকালে স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজঁ জানান, এ বছরের গ্রীষ্মে তাপদাহজনিত বিভিন্ন রোগ ও কারণে ১ হাজার ৫০০ জনের প্রাণহানি হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, তাপদাহে মৃতের সংখ্যা আরও বাড়তে পারতো। কিন্তু জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বিভিন্ন ক্যাম্পেইনের ফলে তা রোধ করা সম্ভব হয়েছে। মন্ত্রী জানান, জুন ও জুলাই মাসে মোট ১৮ দিন ফ্রান্সে রেকর্ড মাত্রায় তাপদাহ বয়ে যায়। তারপরও ২০০৩ সালের তাপদাহের চেয়ে এবারে নিহতের সংখ্যা অনেক কম। সেবার দেশজুড়ে ১৫ হাজারের মতো মানুষের প্রাণহানি হয়।