বাংলাদেশের প্রতিপক্ষ আজ আফগানিস্তান। আত্মবিশ্বাসে টইটম্বুর এক দল আফগানরা। সত্যিকারের ‘টিম-স্পিরিট’ নিয়ে খেলা এক দল। যোদ্ধা এক দল।

টি-২০ ক্রিকেটে আফগানিস্তান বরাবর ভালো। র‌্যাঙ্কিংয়েও ৭ নম্বরে। যুদ্ধবিধ্বস্ত যে দেশটি নিজের দেশে খেলতে পারেন না, অনুশীলনের জন্য অন্য যাদের তাকিয়ে থাকতে হয় অন্যের দিকে। বাংলাদেশের প্রতিপক্ষ আজ আফগানিস্তান। দুর্দান্ত এক ব্রিগেট! ক্রিকেটের নবীন এই দলটি এখন বাংলাদেশের কাছে সুপার পাওয়ার এক প্রতিপক্ষ!গত বছর বাংলাদেশ ভারতের দেরাদুনে তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলেছিল আফগানদের বিরুদ্ধে। সেই সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এখনো তাড়িয়ে বেড়ায় টাইগারদের! 

টি-২০তে আফগানদের বিরুদ্ধে বাংলাদেশের সাফল্যের হার মাত্র ২৫ শতাংশ। অর্থাৎ চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেই হারতে হয়েছে। আর একমাত্র জয়টাও ৫ বছর আগে।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দীন, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।