বাংলাদেশের দেওয়া ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে। জিতার লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি মাসাকাদজার দল। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই সাজঘরে ফেরেন ব্রেন্ডন টেইলর। সাইফউদ্দিনের বলে সাকিবের হাতে ক্যাচ দেন তিনি। এরপর ভালো খেলতে পারেননি রেজিস চকভাও। সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। তারা দু’জনেই কোনো রান করতে পারেননি। এদিকে শফিউল ইসলামের বলে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শেন উইলিয়ামস। ফেরার আগে তিনি দুই রান করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ৮ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। ক্রিজে আছেন হ্যামিল্টন মাসাকাদজা ও টিনোটেন্ডা মাতুমবদজি। ৩ বলে খেলে ২ রান করেছেন মাসাকাদজা। অন্যদিকে মাতুমবদজি ৫ বলে করেন দুই রান।
এর আগে খেলতে নেমে ঝড় তুলেন লিটন দাস। ২২ বল খেলে ৩৮ রান করেন। কিন্তু আর এগোতে পারেননি। এমপোফুর বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। অন্যদিকে অভিষেক ম্যাচে ভালো করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ৯ বল খেলে ১১ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভালো খেলতে পরেননি সাকিবও। বার্লের বলে উইলিয়ামসের হাতে ক্যাচ দেন তিনি। সাজঘরে ফেরার আগে ১০ রান যোগ করেন সাকিব। ভালো খেলতে থাকা মুশফিক চেষ্টা করে বড় সংগ্রহের দিকে। কিন্তু তিনি ৩২ রান করে মাতুমবদজি বলেন টেইলরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। আজকের ম্যাচে ভালো করতে পারেননি আফিফ হোসেন। এমপোফুর বলে টেইলরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৭ রান করা অফিফ। ধাক্কা সামলে এগিয়ে যান মাহমুদউল্লাহ। তুলে নেন নিজের অর্ধশত রান। কিন্তু বেশি দূর এগোতে পারেননি তিনি। ৬২ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি। খেলতে নেমে মোসাদ্দেক হোসেন ২ রান করে সাজঘরে ফেরেন। অপরাজিত থাকেন সাইফউদ্দিন (৬) এবং আমিনুল ইসলাম (০)। শেষ পর্যন্ত ২০ ওভার খেলে সাত উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। এর ফলে ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করছে মাসাকাদজা বাহিনী।