ঝিনাইদহে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদ্য প্রয়াত সহকারী পরিচালক বিলাস সরকারের বাসা থেকে ঘুষের ৩৩ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ শহরের কলাবাগান পাড়ার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করেন।
তার পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বিলাস সরকার কলাবাগান পাড়ার ভাড়া বাড়িতে তার বৃদ্ধা মাকে নিয়ে থাকতেন। দাম্পত্য কলহের কারণে স্ত্রী-সন্তানরা এখানে থাকতেন না। বিলাস সরকারের মৃত্যুর পর ওই বাড়ি প্রশাসন সিলগালা করে দেয়।
অভিযোগ উঠেছে, উদ্ধারকৃত এই টাকা যানবাহনের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করার নামে ঘুষ হিসেবে গ্রহণ করা হয়েছিল।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ অভিযানের কথা স্বীকার করে জানান, তার পরিবারের তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৩৩ লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে। তবে জব্দকৃত টাকাগুলো ঘুষ হিসেবে গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত ১০ সেপ্টেম্বর ঝিনাইদহ অফিসের সহকারী পরিচালক বিলাস সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।