ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশ সদর দপ্তরে ছুরিকাঘাতে চার পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। হামলাকারী পুলিশ সদর দপ্তরেরই কর্মী। বৃহস্পতিবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রাথমিকভাবে তদন্তকারীরা জানিয়েছেন, কর্মস্থলে বাকবিতণ্ডার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী সদর দপ্তরের প্রশাসনিক বিভাগে কাজ করতেন। হামলার পরপর পুলিশের গুলিতে নিহত হয়েছে সে।
ইউনিয়ন কর্মকর্তা লুইস ট্রাভার্স জানান, এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন এবং আরেক কর্মকর্তা হামলাকারীকে গুলি করেছেন। হামলার পরপর পুলিশ ইলে লা সিটে এলাকা এবং পাশের সিটে মেট্রো স্টেশন বন্ধ করে দেয়।
এমিরি সিয়ামান্দি নামে এক কর্মকর্তা বলেন, ‘লোকজন সব জায়গায় ছোটাছুটি করছিল। আমি গুলির শব্দ শুনতে পেয়েছিলাম। কিছুক্ষণ পর পুলিশ কর্মকর্তাদের কাঁদতে দেখি। তারা আতঙ্কিত হয়ে পড়েছিল।’