বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ায় যাচ্ছেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম।

আজ বুধবার সকালে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছেন ভিসি। ভিসির সঙ্গে থাকা একান্ত সহকারী কামরুল ইসলাম বুধবার দুপুর ১টার দিকে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আবরারের পরিবারের সঙ্গে দেখা করতে ভিসি কুষ্টিয়ায় উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে। কুষ্টিয়া গিয়ে তারা আবরারের পরিবারের সঙ্গে দেখা করবেন এবং তার কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।

আবরার হত্যার পর তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের সঙ্গে দেখা না করা, আবরার যে হলে হত্যার শিকার হয়েছিলেন সেখানে না যাওয়া এবং জানাজায় অংশ না নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বুয়েটের উপাচার্য।

গত রবিবার রাতে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের লেভেল-২ এর টার্ম ১ এর ছাত্র ছিলেন।