শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বিশাল সংগ্রহ করেছে বাংলাদেশ এ দল। টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে নামা সাইফ হাসানের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশের যুবারা নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩২২ রান করে। তিন ম্যাচ সিরজের প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে দুই দলই।
আজ শনিবার সকালে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে সাইফ হাসান ও মোহাম্মদ নাঈমের নিখুঁত ইনিংসে দুর্দান্ত শুরু করে লাল সবুজের প্রতিনিধিরা। মোহাম্মদ নাঈম ৬৬ রানে আউট হয়ে গেলে ভাঙে ১২০ রানের ওপেনিং জুটি। তবে তিন অঙ্কের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করেই সাজঘরে ফেরেন সাইফ হাসান।
সাইফের ব্যাট থেকে আসে ১১০ বলে ১১৭ রান। ১২টি চারে ও তিনটি ছয়ের মারে সাইফ তার ইনিংসটি সাজান। সাইফ ও নাঈম ফিরে গেলে আর কোনো টাইগার ব্যাটসম্যান লম্বা ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৩২ রান করেন মোহাম্মদ মিথুন। আফিফের ব্যাট থেকে আসে ১২ রান। শেষ দিকে নুরুল হাসান সোহান ১৭ ও সানজামুল ইসলাম ১২ রান করেন।
ম্যাচে ব্যর্থ ছিলেন নাজমুল হোসাইন শান্ত ও আরিফুল হক। মাত্র ২ রান করে শান্ত ফেরেন সাজঘরে, আর আরিফুল করেন ৬ রান। এ ছাড়া এনামুল হক বিজয়ও বড় ইনিংস খেলতে পারেননি। তার ব্যাট থেকে আসে ১৫ রান। লঙ্কানদেরর হয়ে শিরান ফার্নান্দো চার উইকেট ও বিশ্ব ফার্নান্দো নেন তিন উইকেট।