প্রশ্ন : আমার বাসা ঢাকার লালবাগ এলাকায়। আমার এলাকায় বেশ কয়েকটি ঐতিহাসিক মসজিদ রয়েছে। এসব মসজিদ পরিদর্শনে প্রায়ই বিদেশি পর্যটকরা আসেন এবং তাঁরা মসজিদের ভেতরে প্রবেশ করেন। যাঁদের বেশির ভাগ অমুসলিম। অমুসলিম পর্যটকরা কি মসজিদে প্রবেশ করতে পারবেন?
আকবর সোহেল, লালবাগ, ঢাকা।
উত্তর : মসজিদের আদব ও সম্মান রক্ষা করে অমুসলিমরাও মসজিদে প্রবেশ করতে পারবেন। রাসুলুল্লাহ (সাঃ) অমুসলিমদের মসজিদে অবস্থান করতে দিয়েছেন, এ মর্মে হাদিসে একাধিক ঘটনা বর্ণিত হয়েছে। এ ক্ষেত্রে তাদের অবশ্যই শালীন পোশাক পরিহিত হতে হবে এবং মসজিদের পবিত্রতা বিনষ্টকারী সব কাজ থেকে বিরত থাকতে হবে।
স্মরণ রাখতে হবে, মসজিদ মুসলমানের ইবাদতের স্থান ও ঈমানের প্রতীক; কোনো পর্যটনস্থল বা বিনোদনকেন্দ্র নয়। মসজিদকে পর্যটনকেন্দ্র বানিয়ে ফেলা মসজিদের উদ্দেশ্য ও মর্যাদা পরিপন্থী কাজ।
সূত্র : সহিহ বুখারি, হাদিস : ৪৬৯; সহিহ ইবনে খুজাইমা, হাদিস : ১৩২৮; আহকামুল কোরআন, জাসসাস : ৩/৮৮; উমদাতুল কারি : ৪/২৩৭; বাদায়িউস সানায়ে : ৪/৩০৬; আল মুহিতুল বোরহানি : ৮/৬৭; আল বাহরুর রায়িক : ৫/২৫১