দর্শকে কানায় কানায় ভর্তি সল্টলেক স্টেডিয়ামের গ্যালারি। তুমুল গর্জনের মাঝেই কাতার বিশ্বকাপের বাছাইপর্ব এবং এশিয়ান কাপের বাছাই ম্যাচে বাংলাদেশ আর ভারতের মধ্যকার ম্যাচ ১-১ গোলে ড্র হলো। প্রথমার্ধের ৪১তম মিনিটে সাফল্য পাওয়া বাংলাদেশ ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে গোল খেয়ে বসে।
যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের প্রথম থেকেই ডিফেন্সিভ খেলা বাংলাদেশ ধীরে ধীরে আক্রমণে যায়। ৩ মিনিটে সুনীল ছেত্রী চকিতে শট নিয়েছিলেন বাংলাদেশের গোল লক্ষ্য করে। গোলকিপার রানা বল ধরে ফেলেন। ২৫ মিনিটে ফ্রি কিক পেয়েও সেটা কাজে লাগাতে ব্যর্থ হয় ভারত। ৩১ মিনিটে গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুর্বল কিক জালের বাইরে দিয়ে যায়। ৩৪ মিনিটে রাহুল ভেকের লম্বা থ্রো থেকে ব্যাক হেড করেছিলেন মনবীর। আবারও বাংলাদেশের ত্রাতা হন রানা।