ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের ভেতর থেকে সেলিম হাওলাদার (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানালার গ্রিলের সঙ্গে তাঁর গলায় সাদা ওড়নার ফাঁস লাগানো ছিল।
আজ বুধবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মরদেহটি রসায়ন অনুষদ ভবনের নিচ তলার বাইরের গ্রিলের সঙ্গে গলায় সাদা ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল। পারিবারিক অশান্তির কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
শাহবাগ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সেলিম হাওলাদার হাইকোর্ট এলাকায় ভবঘুরে জীবনযাপন করতো বলে জানা গেছে। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।