সম্প্রতি ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন প্রেসিডেন্ট হলেন প্রিন্স অফ কলকাতা ক্ষেত ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙুলি। এ নিয়ে সৌরভের সাথে বাংলাদেশি গণমাধ্যমগুলো কথা বলতে গেলে নিজের সমসাময়িক বিষয়ের সাথে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের ব্যাপারেও খোঁজ-খবর নেন তিনি।
পেসার তাসকিনের কথা জিজ্ঞাসা করে সৌরভ গাঙুলি বলেন, ‘তোমাদের ওই ছেলেটা কোথায়। যে ডান হাতে জোরে বল করে। ওহ ওর নাম তাসকিন। কিছুদিন আগে শুনলাম সে নাকি ইনজুরিতে আছে। এখন কেমন তার অবস্থা।’
অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন তাসকিন আহমেদ। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিয়ে সবাইকে জানান দিয়েছিলেন তাসকিন। এছাড়া ভারতের সাথে তিনি যখনি খেলেছেন তখনই সাফল্য পেয়েছেন। আগামী মাসে ভারতের সাথে টি-টোয়েন্টি সিরিজ ও টেস্ট খেলবে বাংলাদেশ। তাই এ সফরে কেমন করবে বাংলাদেশের পেসাররা। এমন পরিস্থিতিতে দলের সঙ্গে তাসকিনের থাকার গুঞ্জন আছে। কারণ এই গতি তারকা চোট থেকে মুক্তি পান তবেই তিনি ভারত সফরে খেলতে পারবেন। এ জন্য তাসকিনকে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে।