চ্যাম্পিয়নস লিগে স্লাভিয়া প্রাহার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। তবে ফুটবল জাদুকর লিওনেল মেসি ঝলক ঠিকই দেখিয়েছেন। ২-১ গোলের (গ্রুপ পর্ব) জয়ের ম্যাচে মোটা দাগে দুটি রেকর্ড করেছেন এই আর্জেন্টাইন এই মহাতারকা। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে মেসি প্রথম খেলোয়াড় যিনি টানা ১৫ মৌসুমে গোল পেলেন। চ্যাম্পিয়নস লিগে ক্রিশ্চিয়ানো রোনালদো ও রাউল ৩৩টি প্রতিপক্ষ ক্লাবের বিপক্ষে গোল করেছেন। মেসি কাল রোনালদো ও রাউলের পাশে বসলেন।
সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে ১১৩তম গোল মেসির। ১২৭ গোল নিয়ে রোনালদো শীর্ষে রয়েছেন।
মেসি ম্যাচের ৩ মিনিটেই গোল করেন। অপর গোলটি এসেছে আত্মঘাতি। স্লাভিয়ার জ্যান বোরিল একটি গোল করেছেন। এই রাতে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ৪-১ ব্যবধানে হারিয়েছে গেঙ্ককে। ইংল্যান্ডের আরেক ক্লাব চেলসি ১-০ গোলে আয়াক্সকে পরাজিত করেছে। ইন্টারমিলান ২-০ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে।