ম্যাচ ফিক্সিংয়ের বিষয় গোপন করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাকিব আল হাসানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে, সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি এ কথা বলেন।
পাপন বলেন, ‘আমরা আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি এখনও। তাই এই ব্যাপারে কিছু বলতে পারছি না।’
প্রসঙ্গত, দুই বছর পূর্বে একটি আন্তর্জাতিক ম্যাচের আগে এক জুয়াড়ির কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব। যা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করলেও আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানিয়ে গোপন করেন এই ক্রিকেটার। জুয়াড়িদের কল রেকর্ড ট্র্যাকিং করে পরে বিষয়টি জানতে পারে আইসিসি। বিষয়টি হালকাভাবে নেওয়ায় এমন শাস্তির মুখে পড়তে হচ্ছে সাকিবকে।
সাকিবের ব্যাপারে আইসিসি কঠিন কারণ তিনি এ বিষয়ে ২৫টির মতো প্রশিক্ষণ নিয়েছিলেন। এদিকে বিসিবি জানিয়েছে, সাকিব সহযোগিতা চাইলে প্রস্তুত রয়েছে তারা।