ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের ক্রিকেটাররা দিল্লি পৌঁছেছেন। গতকাল বুধবার দেশটির স্থানীয় সময় বিকেল ৫টায় টাইগাররা দিল্লি বিমানবন্দরে পোঁছান বলে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
এর আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুধবার বিকেলে ৩টায় ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মুশফিক-রিয়াদরা। এই সিরিজে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবেন তারা।
আইসিসি সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার পর গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত সফরের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে টি-টোয়েন্টি ও মুমিনুল হককে টেস্ট অধিনায়ক ঘোষণা করে। তাদের নেতৃত্বেই দল ঘোষণা করা হয়।
বাংলাদেশে প্রথম ম্যাচসহ তিন ম্যাচ খেলবে নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। এই ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে টাইগারদের প্রায় এক মাসের এই সিরিজ।