তিন ম্যাচের একটিতেও স্বাগতিক পাকিস্তানের সামনে দাঁড়াতে পারলো না বাংলাদেশের নারী ক্রিকেটাররা। প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ার কারণে এমনিতেই সিরিজ খুইয়ে ফেলেছে। শেষ ম্যাচে কিছুটা লড়াইয়ের প্রত্যাশা থাকলেও, সেটাও দেখাতে পারেননি সালমারা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শেষ ম্যাচে বাংলাদেশের মেয়েরা হারলো ২৮ রানের ব্যবধানে। প্রথম ম্যাচে হেরেছিল ১৪ রানে, দ্বিতীয় ম্যাচে পরাজয় ১৫ রানে। এবার সেই পরাজয়ের ব্যবধান দাঁড়ালো ২৮ রানে।

গাদ্দাফি স্টেডিয়ামে আজ তৃতীয় ম্যাচে পাকিস্তানের করা ১১৭ রানের জবাবে বাংলাদেশের মেয়েরা থেমে যায় ৮ উইকেটে ৮৯ রানে।

pak

টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তানের মেয়েরা। ওপেনার জাভেরিয়া খানের অনবদ্য ৫৪ রানের ওপর ভর করে ৭ উইকটে হারিয়ে ১১৭ রান তোলে পাকিস্তান। ৪৮ বলে ৭টি বাউন্ডারি মারেন জাভেরিয়া। ২৯ বলে ৩১ রান করে রানআউট হন উমাইমা সোহাইল।

বাংলাদেশের হয়ে জাহানারা আলম নেন ৩ উইকেট। ২ উইকেট নেন রোমানা আহমেদ এবং ১ উইকেট নেন পান্না ঘোষ।

জবাব দিতে নেমে নিগার সুলতানার ৩০ এবং ফারজানা হকের ২৭ রানের ওপর ভর করে বাংলাদেশ সংগ্রহ করে মাত্র ৮৯ রান। এই দু’জন ছাড়া বাকি ব্যাটসম্যানদের মধ্যে পান্ন ঘোষই কেবল দুই অংকের ঘর স্পর্শ করতে পারেন। পান্না অপরাজিত ছিলেন ১০ রানে। বাকিরা ছিলেন শুধু আসা-যাওয়ার মিছিলে।