গোপালগঞ্জের মুকসুদপুরে খ্রীষ্ট ধর্মের সেভেনথ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ৫৮ জন পরীক্ষার্থী শনিবার রাতে প্রথম পরীক্ষা দেবেন। এর মধ্যে ৩৫ জন ছাত্রী ও ২৩ জন ছাত্র রয়েছে। তারা সবাই মুকসুদপুর উপজেলার কেলগমুখার্জী সেমিনারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
মুকসুদপুর সহকারী উপজেলার শিক্ষা অফিসার মনিমোহন বাড়ৈ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ধর্মীয় রীতি অনুযায়ী খ্রীষ্ট ধর্মের সেভেনথ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের শনিবার দিনের বেলায় লেখা নিষেধ। তাই ঢাকা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের পরীক্ষা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নেওয়া হবে।
২০১৯ সালের জেএসসি পরীক্ষার মধ্যে দুই শনিবার এসব পরীক্ষার্থীরা রাতে পরীক্ষা দেবে। অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে ওই ৫৮ জন পরীক্ষার্থীদেরও সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে। তবে ওই কেন্দ্রে একটি নির্দিষ্ট কক্ষে তাদের রাখা হবে এবং রাত ৯টার পর পরীক্ষা শেষে তাদের কেন্দ্র ত্যাগের অনুমতি দেওয়া হবে।
ওই পরীক্ষার্থীরা জানান, ধর্মীয় বিধান অনুসারে আমাদের শনিবার দিনের বেলায় কোনো কিছু লেখা নিষেধ। তাই বোর্ডের অনুমতিক্রমে দুটি শনিবার রাতে জেএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে আমরা আনন্দিত।
মুকসুদপুর সহকারী উপজেলার শিক্ষা অফিসার মনিমোহন বাড়ৈ বলেন, ‘ঢাকা বোর্ডের নির্দেশে আমরা এ বিষয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। ওই ৫৮ জন পরীক্ষার্থীদের সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে এবং রাত ৯টার পর পরীক্ষা শেষে বাইরে যেতে দেওয়া হবে।’
চলতি বছর কেলগমুখার্জী সেমিনারি উচ্চ বিদ্যালয়ের ৫১ জন শিক্ষার্থী জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রাতে এসএসসি পরীক্ষায় অংশ নেন।