নিম্ন আদালতে সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শ্রুতিলেখকের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী কুমার দেবুল দে এই রিট আবেদন করেন বলে সাংবাদিকদের তিনি নিজেই জানিয়েছেন।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ওই নিয়োগ নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে ৫ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদন সংযুক্ত করে এই রিট করা হয়েছে।
রিটে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এবং আইন মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে বিচারক নিয়োগ বিধিতে রয়েছে দৃষ্টি প্রতিবন্ধী কাউকে শ্রুতিলেখক দেয়ার নিয়ম নেই। ফলে আইন বিষয়ে পড়ালেখা শেষে ইচ্ছা থাকলেও অনেক দৃষ্টি প্রতিবন্ধী এই পরীক্ষায় অংশ নিতে পারছেন না। যদিও ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রে দৃষ্টি প্রতিবন্ধী বিচারকরা দায়িত্ব পালন করছেন।