চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ‘এ’ থেকে সবার আগে শেষ ষোলো নিশ্চিত হলো ফরাসি চ্যাম্পিয়নদের। এবারের ম্যাচে ক্লাব ব্রুজকে ১-০ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। একমাত্র গোলটি করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি।
চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে পিএসজি। খেলায় একটি অঘটন ঘটতে চলেছিল। পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা প্রতিপক্ষ ক্লাব ব্রুজকে পেনাল্টি ‘উপহার’ দিয়েছিলেন। কিন্তু এমবায়ে দিয়াগ্নের শট ঠেকিয়ে পিএসজিকে বাঁচিয়ে দেন কেইলর নাভাস। এরপর আর কোনো গোলের দেখা পায়নি ক্লাব ব্রুজ।
খেলার শুরুর ২১তম মিনিটে গোলের দেখা পায় পিএসজি। কিলিয়ান এমবাপ্পের নিচু ক্রস মিস করেন আনহেল দি মারিয়া। তবে বল পেয়ে যান ইকার্দি। আর তা থেকে পোস্টের একদম কাছ থেকে লক্ষ্যভেদ করেন এই সাবেক ইন্টার মিলান অধিনায়ক।
চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে নিজের প্রথম ১০ ম্যাচে ৮ গোল করলেন ইকার্দি। তার চেয়ে আগে আছেন সাদিও মানে, সিমোনে ইনজাগি এবং হ্যারি কেন। তাদের প্রত্যেকের গোল ছিল ৯টি করে।