স্টাফ রিপোর্টার :
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। জানুয়ারিতে নির্বাচন। তবে তফসিল ঘোষণার আগেই মনোনয়ন প্রত্যাশীদের ছবি ছাপিয়ে পোস্টার লাগানো শুরু হয়েছে। নেতা কর্মীদের মধ্যে সিটি নির্বাচনের একটা আমেজও এসেছে। বিএনপি”র দক্ষিণ সিটির প্রার্থী পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে, অন্যদিকে দক্ষিণ সিটিতে দুই দলেই নতুন মুখ মনোনয়ন পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী। নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা এরই মধ্যে অনানুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন । বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী তালিকায় শীর্ষে রয়েছেন প্রয়াত নাসির ঊদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি। স্বামীর রাজনৈতিক স্থানে দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের সাথে সক্রিয় রয়েছেন তিনি। বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু ছিলেন নিজ দলে অপ্রতিদ্বন্দ্বী। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি অবস্থায় ২০১৫ সালে পিন্টুর মৃত্যু হয়। তার শূন্যতা ও দলের জন্য তিনি জীবন দিয়েছেন। এদিকে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকায় এবং সরকারি চাপে বিএনপির সাংগঠনিক পরিস্থিতিও রীতিমতো এলোমেলো। এরপরও আগামী সিটি নির্বাচনে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় দলটির নেতাকর্মীদের। দক্ষিণের মেয়র পদে আলোচনায় এগিয়ে রয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,প্রয়াত নাসির ঊদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা।
সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে জানতে চাইলে নাসিমা আক্তার কল্পনা বলেন, ‘দক্ষিণে মেয়র পদে আমি একজন শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী। মানুষ পরিবর্তন চায়। আমার বিশ্বাস আমি দলের মনোনয়ন পাব। সেভাবে প্রস্তুতি নিচ্ছি।’