সদ্য ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ দপ্তর সম্পাদক হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা সায়েম খান। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপ দপ্তর সম্পাদক হিসেবে তার নাম ঘোষণা করেন।

গত শুক্রবার ও শনিবার বর্ণিল আয়োজনে অনুষ্ঠিতআওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে  অন্যতম চমক হয়ে এসেছেন ছাত্রলীগের সোহাগ-জাকির কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সায়েম খান। তিনি ২০০৬-০৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন।

ছাত্রজীবনে বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতিও ছিলেন। গোপালগঞ্জের সন্তান সায়েম খান লেখালেখি ও শিল্প-সাংস্কৃতিক চর্চায়ও জড়িত বলেও জানা গেছে।

৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে ৭৪ জনের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। বাকি সাতটি পদ যেকোনো সময়ে পূরণ করবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার কমিটির যে ৩২ জনের নাম ঘোষণা করা হয় তাঁরা হলেন, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ও শফিউল আলম নাদেল, অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খান, তথ্য গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, শ্রম ও জনশক্তি হাবিবুর রহমান সিরাজ, উপদপ্তর সম্পাদক সায়েম খান, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম।

এছাড়া সদস্য হয়েছেন, আবুল হাসনাত আব্দুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, খ ম জাহাঙ্গীর, নুরুল ইসলাম ঠান্ডু, বদরুদ্দিন কামরান, দীপংকর তালুকদার, আমিনুল আলম মিলন, আখতার জাহান, মুশফিক, রিয়াজুল কবির কাওসার, মেরিনা জামান কবিতা, পারভেজ জামান, হুসনে আরা লুৎফা ডালিয়া সফুরা খাতুন, সানজিদা খানম, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু, গোলাম রব্বানি চিনু, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং ও গ্লোরিয়া সরকার ঝর্ণা।