মুহাম্মদ রকিবুল হাসান রনি
২০২০ সালের সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন এ বিপুল উৎসাহ ও উত্তেজনা বিরাজ করছে। ঢাকা মহানগর উত্তর, বৃহত্তর ৩ নং ওয়ার্ড, তার নিজস্ব কার্যালয়ে জিন্নাত আলী মাদবর একান্ত সাক্ষাৎকার নিয়েছেন জাতীয় দৈনিক “খবরের আলো”সাংবাদিক প্রতিনিধিবৃন্দ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন বর্তমান, পরবর্তী পদক্ষেপ এবং সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচিত হলে তিনি ৩ নং ওয়ার্ড কে ডিজিটাল ওয়ার্ডে পরিণত করবেন। ৩নং ওয়ার্ডকে ডিজিটাল ও আধুনিকায়ন করার প্রতিশ্রুতি দিলেন।
তিনি নির্বাচিত হওয়ার পর ড্রেন, খেলার মাঠ সহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা নিরসনে কাজ করবেন। এলাকায় শত ভাগ সড়কের বাতী জালানোর ব্যবস্থা করবেন। প্রতিদিন ৩নং ওয়ার্ডে প্রতিটি রাস্তা সুন্দর রাখার লক্ষে পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করেছেন। তার প্রতিশ্রুতির মধ্যে উল্লেখযোগ্য ৩নং ওয়ার্ড কে ফ্রি ওয়াইফাই এবং সিসি ক্যামেরায় আওতায় নিয়ে আসবেন। যেকোনো ধরনের অপরাধ ঠেকাতে তার এই উদ্যোগ নিবেন বলে জানান। তিনি বলেন আমি বিজয়ী হলে শীঘ্রই ৩নং ওয়ার্ডকে মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে ঘোষণা করা যাবে। বর্তমানে ৩ নং ওয়ার্ডে দের লক্ষাধিক ভোটার রয়েছে বলে জানায়।
তিনি বিরোধী দল বিএনপি সহ অন্যান্য দলকে অভিনন্দন জানান নির্বাচনে আসার জন্য। তিনি বলেন আমি ৩নং ওয়ার্ড বাসীর জন্য যে সকল উন্নয়নমূলক কাজ করতে প্রস্তুত আমি বিশ্বাস করি ৩ নং ওয়ার্ড বাসিন্দারা আমাকে নিরাশ করবেন না। ইভিএম পদ্ধতি নিয়ে প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের বলেন আমি চাই ডিজিটাল পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হোক। তিনি ইভিএম পদ্ধতিকে স্বাগত জানায়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন দেশ ডিজিটাল হচ্ছে আমিও চাই দেশ ডিজিটালের মাধ্যমে এগিয়ে যাক। তিনি বলেন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ৩ নং ওয়ার্ড থেকে তার জয় সুনিশ্চিত। তিনি সকলের কাছে দোয়া চান এবং বলেন সার্বিক সহযোগিতায় তিনি এলাকাবাসীর সাথে ছিলেন আছেন এবং থাকবেন সবসময়। প্রধানমন্ত্রী সম্পর্কে জানতে চাইলে তিনি বর্তমান প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলস ভাবে কাজ করে চলছেন ।
বিশেষ করে হাইব্রিড নেতাদের নিয়ে যে সুদ্ধী অভিযান শুরু করেছেন এটা দলের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করেন। তিনি বৃহত্তর ৩নং ওয়ার্ড বাসিন্দাদের সকলের সুযোগ সুবিধার কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে, দেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সর্বোপরি সকল দিক বিবেচনা করে তিনি একজন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক এবং দেশরত্ন শেখ হাসিনার আদর্শকে বুকে ধারণ করে দলের প্রতি নিরলসভাবে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিদায় লগ্নে তার কণ্ঠস্বরে ছিলো “জয় বাংলা’ জয় বঙ্গবন্ধু” ।
সহ-সভাপতি পল্লবী থানা আওয়ামী লীগ এবং সাবেক সফল সভাপতি ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ