ভিভ রিচার্ডস না শচীন টেন্ডুলকার? সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটারের প্রশ্নে এতদিন এ দুটি নামই বেশি উচ্চারিত হয়েছে। তবে বিরাট কোহলিকে সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার বলে মনে করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
ফিঞ্চ বলেছেন, ‘‘আমার মতে, বিরাট সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার। বিশ্বের সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে থাকবে রোহিত। বড় ম্যাচে ওরা নিজেদের কাজটা ঠিকঠাক করে দিচ্ছে।’’
তিনি মনে করেন, বিরাট কোহালি ও রোহিত শর্মার মতো ব্যাটসম্যান টপ অর্ডারে রয়েছেন বলেই জিততে সমস্যা হচ্ছে না ভারতের।
কাঁধে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাট করতে নামেননি শিখর ধওয়ন। ফলে অজিদের রান তাড়া করার সময়ে ভারতের ওপেনিং স্লটে পরিবর্তন আনতে হয়। এ প্রসঙ্গে অজি অধিনায়ক বলেন, ‘‘শিখর না খেলায় ব্যাটিং অর্ডারে অদলবদল ঘটাতে হয়েছে ওদের। তবুও ভারতের ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি। সেঞ্চুরি করে রোহিত। বিরাটও রান পেয়েছে। দলের সেরা দুই ক্রিকেটারই অধিকাংশ রান করে দিচ্ছে। এতেই বোঝা যাচ্ছে ভারতের টপ অর্ডার কতটা শক্তিশালী।’’
সূত্র : আনন্দবাজার