একটি বহুতল ভবনের আগুন নেভাচ্ছিলেন দমকল বাহিনীর কর্মীরা। ঠিক সেই সময়ই বহুতল ভবনের বহুতলটি ভেঙে পড়ে। এতে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়লেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজন উদ্ধারকারীও রয়েছেন। ভারতে জম্মুতে আজ এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, এটা আজ বুধবার ভোরের ঘটনা।
দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ভোর ৪.৪৮-এ জম্মু শহরের গোলেপুল্লি এলাকায় আগুন লাগার খবর পেয়ে ছুটে যান দমকলের কর্মীরা। সেই আগুন নেভানোরই চেষ্টা চলছিল। আচমকা ভোর সাড়ে পাঁচটা নাগাদ ভেঙে পড়ে তিন তলা বিল্ডিংটি। তাতেই চাপা পড়েন বহু মানুষ। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান দমকলের কর্মীরা।
যুদ্ধকালীন তত্পরতায় শুরু হয় উদ্ধারকাজ। প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ দমকল কর্মী ও এক সাধারণ নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ধ্বংসস্তূপ থেকে নিরাপদে বের করে আনতে চলছে উদ্ধারকাজ।